সোনাতলা (বগুড়) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় জমি মাপযোগের ঘটনায় চাচাদের মারপিটে তাহেরুল মন্ডল (৪০) নামে ভাতিজার মৃত্যু হয়েছে। তাহেরুল মন্ডল ছাতিয়ানতলা গ্রামের মৃত হবিবর মন্ডলের ছেলে।
ঘটনাটি ঘটেছে ১৮ মার্চ শনিবার বিকালে উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে। এঘটনায় নিহত তাহেরুল ইসলামের স্ত্রী রিতা বেগম ১১জন নামীয় ও অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করে। এঘটনায় পুলিশ তাৎক্ষনিক দুই মহিলাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।
এলাকা ও মামলা সুত্রে জানা যায়, ছাতিয়ানতলা গ্রামের মৃত মনছের মন্ডলের ছেলে মতিউর রহমান টুকু পক্ষের লোকজনের সাথে দীর্গদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত ১৮ মার্চ শনিবার বিকেলে জমি মাপ যোগের বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে টুকু পক্ষের লোকজনের মারপিটে তাহেরুল মন্ডল গুরুত্বর আহত হয়। তাহেরুল মন্ডলকে আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈকত হোসেন জানান, এঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। দুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
Leave a Reply