সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। তিনি বক্তব্যে বলেছেন, সুস্থ-সবল শরীর গঠনে আমিষের বিকল্প নেই। এ জন্য প্রত্যেক মানুষকে আমিষ জাতীয় খাদ্য খাওয়া উচিত। মাছে রয়েছে প্রচুর আমিষ। আমাদের দেশে মাছের অভাব নেই বললেই চলে। নদী-নালায়,খাল-বিলে রয়েছে নানা প্রজাতির দেশীয় মাছ। যা সহজেই পাওয়া যায়। তিনি আরো বলেছেন, সাকার ফিশ,আফ্রিকান মাগুর ও পিরানহা এসব মাছ চাষ করা যাবে না। কারণ এরা অন্য মাছ খেয়ে ফেলে। তিনি বলেছেন,কারেন্ট জাল ও শয়তান নামক জাল আটক ব্যাপারে আমরা ইতিপূর্বে একাধিকবার প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন হাট-বাজার ও খাল-বিলে অভিযান পরিচালনা করেছি। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের প্রয়োজন আছে। এজন্য সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি। বক্তব্যে তিনি সপ্তাহের পরবর্তী অন্যান্য কর্মসূচি পাঠ করে শোনান। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল,সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, সাংবাদিক লতিফুল ইসলাম,ইকবাল কবির লেমন,আবু হেলাল,জাহিনুর ইসলাম,রিমন আহম্মেদ বিকাশ প্রমুখ। অন্যান্য সাংবাদিক ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com