সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা জাতীয় সমাজ তান্ত্রীকদল (জাসদ)’র ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ১০ টায় পতাকা উত্তোলন শেষে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয় এসে শেষ হয়। পরে উপজেলা জাসদের
সভাপতি ইয়াসিন আলী মণ্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জেলা জাসদের সদস্য হাসান আকবর আফজল হারুন। উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর জাসদ সভাপতি আবু তাহের খান, উপজেলা জাসদের সহ-সভাপতি গোলাম রাব্বানী, পৌর জাসদের সাধারণ সম্পাদক দস্তগীর আলম ডাল্টন, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জোড়গাছা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ মাসুদ, দিগদাইড় ইউনিয়ন জাসদের সভাপতি মনোরঞ্জন মুক্তি, পৌর জাসদের সহ-সভাপতি এরশাদ সরকার আঙুর, উপজেলা জাসদের সদস্য আফজাল হোসেন। এসময় জাসদের অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply