প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২২, ৪:১৩ অপরাহ্ণ
সোনাতলায় জোড়পূর্বক বৃদ্ধার বাড়ি-ঘর ভাংচুরঃ থানায় অভিযোগ
মিনহাজুল বারী, বগুড়াঃ বগুড়া সোনাতলায় এক বৃদ্ধার জোড়পূর্বক বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগ উঠেছে। উপজেলার পৌর এলাকার গড়চৈতন্যপুর এলাকার মেহেরুন বেগম (৬০) বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে সোনাতলা থানায় অভিযোগ করেন। অভিযুক্তরা হল একই এলাকার মৃত এরফান মুন্নার ছেলে জসিমুদ্দিন (৫৫), শাহজাহান (৫০) ও মেয়ে সুলতানা। থানার অভিযোগ সূত্রে জানাযায়, বাদী মেহেরুন বেগমের পৈত্রিক সম্পত্তি বাটোয়ারা সুত্রে ৭.৫০ শতাংশ পায়। যা বাদীর ছেলে ফরিদুল ইসলাম বাড়ী নির্মান করে ৩বছর যাবৎ ভোগ দখল করে আসতেছে। উল্লেখিত জমিতে গত ১৫ই জুলাই (শুক্রবার) সকালে ছেলে বাড়িতে না থাকায় একচালা টিনের ঘর ভাংচুর করে ৫০লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এসময় উপস্থিত থাকা স্থানীয় লোকজনের কাছে বাদী মেহেরুন বেগম ও তার ছেলে ফরিদুল ইসলামকে খুন করার হুমকি প্রদান করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, একচালা টিনের ঘরের কিছু ভাঙ্গা বাঁশ মাটিতে পরে আছে। এসময় ছেলে ফরিদুল ইসলাম বলেন, অভিযুক্ত জসিমুদ্দিন, শাহজাহান ও সুলতানা জোড় পূর্বক আমার অবর্তমানে বাড়ি ঘরে ভাংচুর চালিয়ে প্রায় ২.৫-৩ লক্ষাধিক টাকা ও মালামাল লুপাট করে নিয়ে যায়। আমি এর সুষ্ঠ বিচার চাই। এবিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এঘটনায় অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রকিৃয়াধীন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত