নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা রেল স্টেশনের অদুরে ষ্টেডিয়াম মাঠ সংলগ্ন রেল লাইনে পদ্মরাগ ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেছে মানসিক ভারসাম্যহীন এক মহিলা। আজ রবিবার সকাল সোয়া ৯টার দিকে এঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানিয়েছে, পদ্মরাগ ট্রেনটি স্টেশনে আসার আগ মুহুর্তে উপজেলার বালুয়া ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামের আহম্মেদ সরকারের মেয়ে তানজিলা আক্তার (৩৫) ঘটনাস্থলে উপস্থিত হয়। ট্রেন আসার সাথেই ট্রেনের সামনে লাফ দিয়ে আত্নহত্যা করে সে।
এই ঘটনায় বগুড়ার রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশসহ সোনাতলা ষ্টেশনে এসে লাশটি উদ্ধার করে। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে ষ্টেশনে এসে মৃতদেহ সনাক্ত করেন। পরে তাদের কোনো অভিযোগ না থাকায় মানসিক ভারসাম্যহীন ওই মহিলার লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, সে জন্ম থেকেই ভারসাম্যহীন মানসিক রোগী। তাকে গত ১০ বছর পূর্বে একই ইউনিয়নের নগরপাড়া গ্রামের জনৈক সবুজের সাথে বিবাহ হয়েছিল। ৫বছর পূর্বে সে তালাক প্রাপ্ত হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com