সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম চত্বরে এ মেলার উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। উদ্বোধন পূর্ব মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী পৌর সদর প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম। এ সময় উপস্থিত ছিলেন। মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, নির্বাচন অফিসার আশরাফ হোসেন, শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহেরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নবীন আনোয়ার কমরেডসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ। অনুষ্ঠান সঞ্চালন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈদুল হোসেন। মেলায় সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠান তাদের স্টলে ডিজিটাল উদ্ভাবন প্রদর্শন করেন।
Leave a Reply