সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের পিএম দাখিল মাদ্রাসা মাঠে ক্রীড়া চক্রের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্ণামেন্টর পুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শনিবার বিকালে তেকানী চুকাইনগর পিএম দাখিল মাদ্রাসা মাঠে টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহানারা মান্নান। সৈয়দ আহম্মেদ কলেজের সমাজ
কর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও চর সমাজ কল্যাণ সংস্থার (সিএসএস)র নির্বাহী পরিচালক
জাকিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, টুর্ণামেন্ট উদ্বোধক তেকানী
চুকাইনগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল, প্রধান পৃষ্ঠপোষক বগুড়া ১ম শ্রেনীর ঠিকাদার মেজবাহুল হক জুলু, প্রধান উপদেষ্টা আউচারপাড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা আব্দূস সামাদ বেপারী, তেকানী চুকাইনগর সাবেক চেয়ারম্যান শামছুল হক মাষ্টার, সোনাতলা উপজেলা ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম চঞ্চল,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেকানী চুকাইনগর মা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিএম সোহেল রানা সোহাগ, ধারা ভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন,
সহকারী শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ। ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট যে দুটি দল অংশগ্রহন করেন,
মহিমাগঞ্জ খেলোয়ার কল্যাণ সমিতি বনাম তেকানী চুকাইনগর ক্রীড়াচক্র।
মাঠের চারপাশে কানাই কানাই দর্শকে ভরপুর ছিল ৯০ মিনিটের খেলায় গোল না হওয়ায়, ট্রাইব্রেকারে মাধ্যমে ১ গোলে মহিমাগঞ্জ খেলোয়ার কল্যান সমিতি পরাজিত করে তেকানী চুকাইনগর ক্রীড়াচক্রে। খেলাটি পরিচালনা করেন গোলাম মোস্তফা। তার সহযোগী হিসেবে ছিলেন, মোঃ মজনু সাহা ও তুহিন ইসলাম।
Leave a Reply