সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের চরমধুপুর গ্রামের ১৮টি দরিদ্র পরিবারের মাঝে পার্সন প্রগ্রেস এসোসিয়েশন (এস্পা)-এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে আঠারো পরিবারের ১৮টি সেমিপাকা টয়লেট নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ পপি খাতুন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণাদী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ নাইম হোসেন, মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম,বিশিষ্ট সমাজসেবক শাহজাহান আলী খন্দকার এস্পা’র সভাপতি মাও. মোঃ আব্দুল হালিম, নির্বাহী পরিচালক রেজাউল করিম,সদস্য কাজী আজাহার আলী,সদস্য মোছাঃ শারমিন খাতুন ও আরডিএফ সারিয়াকান্দির নির্বাহী পরিচালক শফিউল ইসলাম সাফি।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com