সোনাতলা(বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলা উপজেলায় টিএম মেমোরিয়াল একাডেমি ও সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গতকাল ২৩শে ডিসেম্বর ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত সুষ্ঠু ও মনোরম পরিবেশে ৫ম শ্রেণি হবে ৯ম শ্রেণি পর্যন্ত মোট ৫২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশাসন কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে শরিফুল ইসলাম সবুজ এবং কেন্দ্র সচিব হিসাবে শহীদুল ইসলাম।টিএম মেমোরিয়াল একাডেমিতে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন এড দলিলুর রহমান এবং কেন্দ্র সচিব হিসাবে আব্দুর রাজ্জাক।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com