স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্রী সুজন কুমার ঘোষকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়েছে। আজ বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক চিঠিতে ছাত্রলীগ সেতা সুজনকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়। একই সাথে উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য, বগুড়ার সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা করেছে এক গৃহবধু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই গৃহবধুর বক্তব্য ভাইরাল হওয়ার পর অভিযুক্ত সুজন কুমার ঘোষ গাঢাকা দিয়েছে।
Leave a Reply