সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নের রানীরপাড়া গ্রামের ড্রাইভার জিল্লুর রহমান (৪৮) নিখোঁজের ১৫ দিন অতিবাহিত হলেও আজও তার সন্ধান মেলেনি। তার পরিবারের সদস্যরা এখন চোখে মুখে অন্ধকার দেখছেন। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ, ২০২৩ তারিখ বেলা ১১ টার সময় ওই গ্রামের মৃত ছালাম মন্ডলের ছেলে জিল্লুর রহমান বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী রানীরপাড়া বাজারে যায়। এরপর সে অদ্যবধি বাড়ি ফিরে আসেনি। তার পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এ বিষয়ে জিল্লুর রহমানের স্ত্রী সেলিনা আক্তার বলেন, তার স্বামী এক সময় ঢাকা শহরে মাইক্রোবাস চালাতো। সম্প্রতি তিনি ব্রেইন স্ট্রোক করে বাক প্রতিবন্ধি হয়েছে। সে কথা বলতে পারে না। ঈশারায় কথা বলে। এছাড়াও জিল্লুর রহমান প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছে। সে অন্যের সহযোগিতা ছাড়া চলাচল করতে পারে না। ওই দিন এক ব্যক্তির সহযোগিতা নিয়ে রানীরপাড়া বাজারে বেড়াতে এলে সে নিখোঁজ হয়। এ বিষয়ে সোনাতলা থানায় জিডি করা হয়েছে। এ ব্যাপারে সোনাতলা থানার ওসি সৈকত হাসান বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com