সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় থানা পুলিশের অভিযানে ৬জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করেছেন। বগুড়া পুলিশ সুপার এর নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল এর তত্বাবধানে সোনাতলা থানার এসআই আনিছুর রহমান, এসআই নুর ইসলাম,এসআই আসাদুজ্জামান, এসআই ইমরান হোসেন, এএসআই রমেন কুমার সাহা, এএসআই আতিকুজ্জামান, এএসআই এরশাদ আলী-২ সংগীয় ফোর্স কর্তৃক অভিযান পরিচালনা করেন।
১১অক্টোবর দিন ব্যাপি অভিযান পরিচালনা করে। জিআর মামলা আসামী উপজেলার দিগদাইড় ইউনিয়নের ছালেক মিয়ার ছেলে আইদুল মিয়া (৩৩),মৃত তইবর রহমানের ছেলে সালেক মিয়া (৫৫), মৃত হবিবর রহমানের ছেলে এন্তাজ মিয়া (৩৫), আমছার আকন্দ (৪৩) ও ফটু মিয়া (৪২)সহ পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের মৃত মোজাম শেখের ছেলে সুজন শেখ (২৮),মৃত রোস্তম শেখের ছেলে রাসেল শেখ (২৩) নিজ এলাকা থেকে গ্রেফতার করে। ১২ অক্টোবর বুধবার সকালে পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com