প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৩, ৩:৫৬ পূর্বাহ্ণ
সোনাতলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণ
সোনাতলা সংবাদদাতাঃ আগামী ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ও মধুপুর ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহারের চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে মধুপুর ও পাকুল্লায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিষেশ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন। সভাপতিত্ব করেন মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম ও পাকুল্লা ইউনিয়ন আ'লীগের সভাপতি জুলফিকার রহমান টিটো। আরও বক্তব্য দেন মধুপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি প্রভাষক রেজাউল করিম রেজা ও উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ প্রমুখ। শেষে মধুপুরে ১ হাজার ৯'শ ৩২ ও পাকুল্লায় ১৫ হাজার ৩'শ ৭৭ জনের মাঝে উপহার বিতরণ করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com
© সোনাতলা সংবাদ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত