স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার বগুড়ার সোনাতলায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়নের প্রানিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার সবুজ সাথী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টায় শিক্ষার্থী মাঝে ডিম বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রাণি সম্পদ অফিসার নুসরাত জাহান লাকী, ভেটেনারি সার্জন অঞ্জয় কুমার, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন, এ সময় উপস্থিত ছিলেন সবুজ সাথী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এটিএম আনিছুর রহমান, মোছাঃ ফারহানা ফরহাদ, মোছাঃ খোরশেদা আকতার, মোছাঃ রেবেকা সুলতানা, মোছাঃ রেজওয়ানা আফরিন। শেষে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে একটি করে ডিম বিতারণ করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য প্রতিদিন সকালে ১টি করে ডিম খাওয়ার পরামশ্য দেওয়া হয়।
Leave a Reply