সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওত্তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে উপজেলার ৩হাজার ৯ শত ৬০জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ পূর্ব আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিতরণ করেন বগুড়া-১আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল, বালুয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সাবেক মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েলসহ প্রান্তিক কৃষকবৃন্দ। শেষে প্রধান অতিথি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com