সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফল মেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান প্রধান অতিথি হিসেবে গত শনিবার বিকেলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের সদস্য আবু মোঃ জিয়াউল করিম শ্যাম্পো,উপজেলা আওয়ামী লীগ নেতা শাহিদুল বারী খান রব্বানী,থানার ওসি মোঃ জালাল উদ্দীন,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ.অতিরিক্ত কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিউল ইসলাম,মাসুদ পারভেজ,পাকুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লতিফুল বারী টিম,মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম,সাবেক চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন,উপজেলা কৃষক লীগ নেতা আবু লায়েছ নাহিদ ও আওয়ামী লীগ নেতা শিপলু মিয়াসহ অনেকে। উদ্বোধন শেষে সংসদ সদস্যসহ অন্যান্য অতিথি মেলায় স্থাপন করা স্টল পরিদর্শন করেন।
Leave a Reply