সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষে প্যারেড, অগ্নিনির্বাক প্রদর্শনী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর মঙ্গলবার সোনাতলা ফায়ার স্টেশন চত্তরে ফায়ার কর্মীদের প্যারেড শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সোনাতলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক কলামিষ্ট প্রভাষক ইকবাল কবির লেমনসহ শিক্ষার্থীবৃন্দ। শেষে দুর্ঘটনা,অগ্নিনির্বাক যন্ত্রের প্রদর্শনী দেখান।
Leave a Reply