সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়ায় ফুটবল খেলা নিয়ে মারপিটে আহত করা হয়েছে রাঙ্গা মিয়া হেনা (৪৭)-কে । ঘটনাটি ঘটেছে গত ১৩ জুলাই রাত ৮টার দিকে । আহত হেনা জানান, ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুলাই বিকেলে ভেলুরপাড়া স্কুল মাঠে ফুটবল খেলা চলাকালে দুটি পক্ষের মধ্যে গন্ডগোল সৃষ্টি হলে আমিসহ কয়েকজনে তা মিমাংসা করে দেই। এ কারণে আমার ওপর ক্ষুব্ধ থাকে শামীমসহ আরো কয়েকজন। ওইদিন রাত ৮টার দিকে আমি মাছের খাদ্য কেনার জন্য পকেটে কয়েক হাজার টাকা নিয়ে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলাম। এমতাবস্থায় ভেলুরপাড়ার সজল মিয়া আমাকে মোবাইল ফোনে ভেলুরপাড়া চারমাথা মোড়ের উত্তর পাশে মসজিদ সংলগ্ন রাস্তায় ডেকে নেয়। সেখানে সজল,শামীম ও শিহাবসহ আরো বেশ কয়েক জন শরীরের ভিন্ন স্থানে এলোপাতারিভাবে কিল,ঘুষি,থাপ্পর ও লাথি মেড়ে আমাকে গুরুতর আহত করে। আহত অবস্থায় আমি ওই রাতে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হই। মারপিট করার সময় তারা আমার পকেট থেকে সব টাকা নিয়ে যায়। এ ঘটনার মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে হেনা জানান।
Leave a Reply