সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গতকাল বৃহস্পতিবার উপজেলার বয়ড়া দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জুনিয়র একাদশ ক্লাব ১-০ গোলে উত্তর বয়ড়া সিনিয়র একাদশ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে মোঃ ছামেদা রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সোনাতলা শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ড. এনামুল হক কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, বয়ড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাজুল ইসলাম ডাবলু, জোড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন, রেজাউল করিম, সাংবাদিক বদিউদ-জ্জামান মুকুল, আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।
Leave a Reply