সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার বগুড়ার সোনাতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিনপালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনের পুষ্পমাল্য অর্পন, র্যালী, কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন। প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মিনহাদুজ্জামান লীটন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাহিদুল বারী খান রব্বানী, তাহেরুল ইসলাম তাহের, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এহিয়া কামাল, অফিসার ইনচার্জ সৈকত হাসান, কৃষি অফিসার সোহরাব হোসেন, প্রাণী সম্পদ অফিসার নুসরাত জাহান লাকী, সাবেক বীরমুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, মৎস্য অফিসার হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দনাথ রায়, মহিলা বিষয়ক অফিসার মাঈনুল হক, যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী, নির্বাচন অফিসার আশরাফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জল, আলোপ প্রদীপ সংগঠনের চেয়ারম্যান মেহেরুল ইসলাম সহ বিভন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Leave a Reply