
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
প্রথমেই উপজেলা নিবার্হী অফিসার সাদিয়া আফরিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের সভাকক্ষে নিবার্হী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে বঙ্গমাতাকে নিয়ে স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো.মাঈনুল হক আলোচনা সভা সঞ্চালনা করেন।এতে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন, পৌর মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, সহকারী কমিশনার (ভূমি) মোছা.পপি খাতুন,থানা ওসি জালাল উদ্দীন, কৃষি অফিসার মাসুদ আহমেদ ও পাকুল্লা ইউপি চেয়ারম্যান মো.লতিফুল বারী টিম প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। শেষে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
Related
Leave a Reply