নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩০ বাংলা নবর্বষ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী। উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মিনহাদুজ্জামান লীটন, সহকারী কমিশনার ভূমি কুরশিয়া আক্তার, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, কৃষি অফিসার সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী, মৎস অফিসার হাফিজার রহমান, মহিলা বিষয়ক অফিসার মাইনুল হক, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, সাবেক বালুয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা নির্বচন অফিসার আশরাফ হোসেন, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর কমিশনার নিপুন আনোয়ার কাজল, সাবেক সভাপতি লতিফুল ইসলাম, লালন একাডেমীর সভাপতি রিবু হাসান। শেষে বাউল মুকুল সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠিনটি পরিচালনা করেন আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান মেহেরুল ইসলাম।
Leave a Reply