সোনাতলা(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি(মধ্যপাড়া) গ্রামে বসতবাড়ির পাশে গড়ে ওঠা মুরগির খামারের দুর্গন্ধে অতিষ্ঠ ৮টি পরিবারের মানুষ। তাদের অভিযোগ, মুরগির বিষ্ঠা ও বর্জ্যের অসহনীয় দুর্গন্ধে তারা বাড়িঘরে থাকতে পারছে না। পুরো গ্রামে মাছি ভনভন করছে। মুরগির বিষ্ঠা ও বর্জ্যের জন্য মারাত্মক দূষিত হয়ে পড়েছে সেখানকার পরিবেশ।
সরেজমিনে জানা যায়,উপজেলার গোসাইবাড়ি মধ্যপাড়া গ্রামে আব্দুর রশিদের ছেলে শরিফুল ইসলাম বসতবাড়ির সাথে লাগিয়ে মুরগির খামার করেছে। ওই খামারের মুরগির বিষ্ঠা ও বর্জ্যরে দুর্গন্ধে ৮টি পরিবারের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে ওই গ্রামের মো.বুলবুল মন্ডল,হবিবর মন্ডল,সাকের আলী,দুলু,লালমিয়া,মোস্তা ও রফিকুল ইসলাম জানান,মুরগির খামারের দুর্গন্ধে তারা বাড়িতে বসবাস করতে পারছে না। বিভিন্ন ধরনের রোগবালাই লেগেই আছে তাদের পরিবারের লোকজনের। তারা আরও জানান, রশিদুল প্রথমে বলেছিল সে এখানে গরুর খামার করবে কিন্তু তা না করে মুরগির খামার করেছে। এ ব্যাপারে তারা উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে মুরগির খামারটি লোকালয় থেকে অন্যত্র স্থানান্তরের জন্য আবেদন করেছেন।
এ ব্যাপারে খামার মালিক শরিফুল ইসলাম জানান, মুরগির খামারের বিষ্ঠা ও বর্জ্য সঠিকভাবেই পরিস্কার করা হয়। তেমন কোন গন্ধ নাই। সামান্য যে গন্ধ তাতে আশেপাশের লোকজনের বসবাসের কোন অসুবিধা হওয়ার কথা নয়। তাকে খামার করার জন্য সরকারীভাবে অনুমতির বিষয়ে কথা বললে তিনি এর কোন সন্তোষজনক উত্তর দিতে বা প্রয়োজনীয় কাগজপত্রাদি দেখাতে পারেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জানান,বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com