সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সোনাতলা উপজেলার বাঙ্গালী নদীর মেলানদহ ব্রীজ হতে সলুরঘাট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাঙালি নদীতে অভিযান পরিচালনা করেন। চায়না দুয়ারী জাল দিয়ে বিভিন্ন জাতের ডিমওয়ালা ও পোনামাছ নির্বিচারে ধরার অপরাধে ওইজালগুলো অভিযান পরিচালনা করে উদ্ধার করে উপজেলা চত্তরে নিয়ে এসে আগুনে পুড়িয়ে ধবংস করা হয়। জালের মালিককে না পাওয়ায় মামলা দায়ের কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজার রহমান, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সম্প্রসারণ কর্মকর্তা রাসেল আলী, অফিস সহকারী আশরাফ আলী ও জোড়গাছা ইউনিয়নের লিপ জিয়াউল হক প্রমূখ।
উল্লেখ্য দীর্ঘদিন থেকে সোনাতলায় বাঙালি নদীতে চায়না দুয়ারী জাল পেতে অবাধে মাছ নিধন করা হচ্ছে। এতে জালে আটকা পড়ে মারা যাচ্ছে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুকসহ অধিকাংশ জলজ প্রাণী। এতে হুমকিতে পড়েছে বাঙালি নদীর জীববৈচিত্র্য।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজার রহমান জানান, বাঙালি নদীসহ খাল বিলে নিয়মিত অভিযান চালানো হবে। মাছ নিধন ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি আইনত অপরাধ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com