নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় খালে গোসল করতে নেমে বালু উত্তোলনের গর্তে পড়ে লিলিমা খাতুন নামের ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দিগদাইড় ইউনিয়নের মূলবাড়ী গ্রামের লিলু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানিয়েছে, আজ শুক্রবার দুপুরে শিশু লিলিমা খাতুন লোহাগাড়া খালে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে। গোসল করে সবাই বাড়িতে ফিরে গেলেও লিলিমা না ফেরায় তার পিতা-মাতা খুঁজতে থাকে। পরে অন্যান্য শিশুরা জানান লিলিমা তাদের সাথে গোসল করতে নেমে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলনের খাদে পরে। তখন স্থানীয় লোকজন খালের খাদ থেকে খোঁজাখুজি করে লিলিমার মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মৃতদেহ খাল থেকে পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন নিয়ে এলাকায় বসেছিলাম। তাদের কোনো অভিযোগ না থাকায় মৃত দেহটি দাফন করার জন্য অনুমতি দেওয়া হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com