নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা বাজারে ইউনিয়ন বিএনপির একই সাথে দু-পক্ষের ইফতার মাহফিল কর্মসূচী দেওয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধায় বিএনপির দু’গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ইউনিয়ন বিএনপি'র সভাপতিসহ ২জন আহত হয়েছে। আহতদের সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, পাকুল্লা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হান্নান বাটালু ও ওয়ার্ড বিএনপি নেতা রবিউল ইসলাম রতন।
এঘটনায় শনিবার রাতেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপনসহ ৬ জনকে আসামী করে আরও ১০/১২জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করেন পাকুল্লা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুল হান্নান বাটালু। মামলা দায়েরের পর থানা পুলিশ আজ রবিবার ২জনকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা এলাকার জোনাব আলীর ছেলে জাকির হোসেন (৩৭) ও মিলনেরপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে রনি মিয়া (৩০)।
বিএনপি’র স্থানীয় নেতাকর্মী ও আহতরা জানান, আজ রবিবার (২৬ মার্চ) পাকুল্লা ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে গতকাল শনিবার (২৫ মার্চ) সন্ধা ৭টার দিকে পাকুল্লা বাজারে অবস্থিত পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালুর চেম্বারে পরামর্শ করার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপনসহ তার লোকজন অতর্কিতভাবে হামলা করে। এতে ইউনিয়ন বিএনপি সভাপতি বাটালুর একটি দাঁত ভেঙ্গে যায়। এবং রতন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দলীয় নেতাকর্মীরা জানিয়েছে, উপজেলা বিএনপি'র সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির ও সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন গ্রæপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, পাকুল্লায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় মামলা দায়ের হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com