সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোমবার বিকালে বগুড়ার সোনাতলা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জ্বালানী তেল,পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পৗরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম মুন্সি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বগুড়া-১ আসনে সর্বশেষ নির্বাচনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা, সাবেক সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনছার আলী মোল্লা, উপজেলা বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের যুগ্ম আহ¦াবায়ক উজ্জ্বল হোসেন খোকন, পৌর যুবদলের আহবায়ক কাউন্সিলর হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক পাভেল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তাকবীর। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান রনির সঞ্চালনায় সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply