সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে উপসি ধান ও হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওত্তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে উপজেলার ৮হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বিতরণ পূর্ব আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিতরণ করেন বগুড়া-১আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রুম্পা, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ প্রমূখ। এসময় সাড়ে ৩ হাজার কৃষক পেলেন উফসী উচ্চ ফলনসীল ৫কেজি ধান বীজ ও ১০কেজি এমপিও, ১০কেজি ডিএপি সার এবং সাড়ে ৪ হাজার কৃষক পেলো ২কেজি করে হাইব্রিড ধানের বীজ।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com