সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলায় উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পরিবার পরিকল্পনা দপ্তরে আলোচনা সভা ও পরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আমিনুল ইসলাম ফকির আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লীটন,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,মেডিক্যাল অফিসার শরীফা নুসরাত, সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু,প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল,এফপিআই সামছুল আরেফিন ও পরিবার পরিকল্পনা সহকারী মায়ারেছ হোসেন।
Leave a Reply