সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বিস্ফোরক মামলার তিন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৫ নভেম্বর দিবাগত রাতে পৌর এলাকার জালাল উদ্দিন মেমোরিয়াল কলেজের পার্শে রাস্তার উপর পুলিশের গাড়ী উদ্দেশ্যে করে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এঘটনায় সোনাতলা থানার এস আই আমিনুল ও এএস আই রমেন সাহার আহত হয়। আহতরা সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। এঘটনায় থানা পুলিশ রাতেই পুলিশ সুপার বগুড়া নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল তত্বাবধানে সোনাতলা থানার, পুলিশ পরির্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন, এস আই নূর ইসলাম এসআই মোঃ ইমরান হোসেন, এসআই মোঃ নাজিম উদ্দিন, এসআই মোঃ আঃ খালেক, এ এস আই আব্দুস সালাম, এ এস আই এরশাদ-২ অভিযান পরিচালনা তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন। উপজেলার গবারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাহিন মন্ডল, পৌর এলাকা কাবিলপুর গ্রামের মৃত একরামুল হক রফের ছেলে মাসুম সরকার,গড়চৈতন্যপুর গ্রামের মৃত রহিম বক্স এর ছেলে শহিদুল ইসলাম। গ্রেফতারকৃতদের ২৬ নভেম্বর দুপুরে পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করেন। এঘটনায় উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, সামনে রাজশাহী বিভাগীয় সমাবেশ যাতে আমরা না করতে সে কারনে পুলিশ এ মিথ্যা ঘটনা ঘটাচ্ছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com