আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ভিন্ন দাগ নম্বর দেখিয়ে বি.এ.ডি.সি কর্তৃপক্ষ সেচ পাম্পের অনুমোদন পার্শ্ববর্তী সেচপাম্প মালিক মোঃ শাহ আলম (খাজা) কর্তৃক সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ।
অভিযোগ সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী সেচপাম্প মালিক মোঃমালিক আনিছুর রহমান (পিন্টু), দীর্ঘদিন থেকে অন্যের জমি দাগ নাম্বার দেখিয়ে সেচপাম্প চালিয়ে আসছে। যাহা উপজেলার রানীরপাড়া,মৌজা যার হিসাব নং- ৯৩৫/৭৩৭০, খতিয়ান নং- ৭৪১, জে,এল নং- ২১, বর্তমান দাগ নং- ৮-৭১, মূলে ২ কিউসেক এল.এল.পি স্কীমের আবেদন করেন। বর্তমানে সেই জমির প্রকৃত মালিক রানীরপাড়া গ্রামের কাশেম আলী খান এর ছেলে মহাতাব উদ্দিন খান, সেই আবেদনের প্রেক্ষিতে তাহার নামে বি.এ.ডি.সি কর্তৃপক্ষ সেচ পাম্প প্রদান করেন। বর্তমানে যে স্থানে সেচ পাম্প স্থাপনা করা হয়েছে তাহার মৌজা- কামালের পাড়া, খতিয়ান নং- ১৬, জে,এল নং- ২৩, দাগ নংবর্তমান- ৪১৬ যাহা অনুমোদন মূলে সঠিক না। প্রকৃত পক্ষে উক্ত জমির মালিক আফজাল হোসেন আকন্দ মৃত আব্দুস ছালাম আকন্দ, গ্রাম- কামালের পাড়া।
বর্তমানে সেচ পাম্প হইতে অনুমোদনকৃত দাগ নং টি প্রায় ৪০০০ (চার হাজার) ফিট দুরে বিদ্যমান আছে। সংশ্লিষ্ট দপ্তরে কাছে লিখিত অভিযোগটি সরে জমিনে তদন্ত করে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সদ্য বি.এ.ডি.সি কর্তৃপক্ষ সেচ পাম্পের অনুমোদন কৃত পার্শ্ববর্তী সেচপাম্প মালিক মোঃ শাহ আলম (খাজা)।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরে জমিনে তদন্ত করে ব্যবস্থাগ্রহন করা হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন বলেন, সুষ্ট সমাধানে তদন্ত কমিটি করা হবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com