সোনাতলা (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সোনাতলায় ভোটার হালনাগাদ কর্মসূচির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমিটির এক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। এ সময় বক্তব্য দেন এসিল্যান্ড মোছাঃ পপি খাতুন,থানার ওসি জালাল উদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,তেকানী চুকাই নগর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।
Leave a Reply