সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ভ্যান শ্রমিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শহিদুল ইসলাম। বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইউনুস শেখসহ কমিটির অন্যরা নির্বাচিত হন। উপজেলার পৌর সদরের রেলগেট এলাকায় শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির ১০৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম ( চেয়ার প্রতীক) ৬৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আতোয়ার রহমান (ছাতা প্রতীক) পেয়েছেন ৪১ ভোট। নির্বাচন পরিচালনা করেন ভ্যান শ্রমিক সমিতি সোনাতলার সাবেক সভাপতি ভোলা শেখ। তাকে সহযোগিতা করেন আইদুল মÐল ও দিদারুল মাস্টার। নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক।
Leave a Reply