সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সোনাতলায় নিলামে বিকৃত ড্রেজার মেশিন দিয়ে পুনরায় বালু উত্তোলন চলছে। বালু উত্তোলনকারীদের এহেন কর্মকান্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি)’র কান্ড নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বগুড়া সোনাতলায় উপজেলার দিকদাইড় ইউনিয়নের মূলবাড়ী গ্রামে লোহাগাড়া জং খালে এ ঘটনা ঘটেছে। জানা গেছে উক্ত ইউনিয়নে বালু ব্যবসায়ী রতন,স্বাধীন ও ফিরদৌস আলম দীর্ঘদিন থেকে উক্ত স্থান থেকে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বালু বিক্রি করে আসছে। বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ও গণমাধ্যমে প্রতিকার চেয়ে বিভিন্ন পোস্ট প্রচারণা হয়, বিষয়টি সহকারী কমিশনার ভূমি পপি খাতুন আমলে নিয়ে সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে ওই তিন বালু ব্যবসায়ীর তিনটি ড্রেজার মেশিন আটক করেন। অতঃপর ওই মুহূর্তেই প্রকাশ্যে নিলামে বিক্রয় করেন। ওই সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্য আবু সিহাব ছোটন এর নিকট বিক্রয় করেন। অভিযোগ উঠেছে ক্রেতা ইউপি সদস্য ছোটন ক্রয়কৃত মেশিনগুলো ওই বালু উত্তোলনকারী ৩জনের নিকট পুনরায় বিক্রয় করেন।
পরবর্তীতে বালু ব্যবসায়ীরা ওই স্থান থেকেই আবারও বালু উত্তোলন করে আসছে। এরপর থেকে স্থানীয়দের মধ্যে নানান প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পপি খাতুন জানান আমি ইতিমধ্যেই উপজেলার বেশ কয়েকটি জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছি এবং লোহজন খালেও তিনটি ড্রেজার মেশিন মালিকদের না পাওয়ায ড্রেজার মেশিনগুলো নিলামে বিক্রয় করি।
আবারো ওইস্থান থেকে বালু উত্তোলন চলছে সংবাদ পেলাম প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply