সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে প্রাঙ্গণে এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ মাঠে বিদায় অনুষ্টান অনুষ্ঠিত হয়।
কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও সাবেক সরকারী নাজির আখতার কলের উপাধ্যক্ষ রফিকুল আলম বকুল এর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উক্ত কলেজের অধ্যক্ষ এ্যাড. মিনহাদুজ্জামান লীটন। কলেজের প্রভাষক ওমর ফারুক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের উপাধ্যক্ষ রবিউল আউয়াল বিপ্লব, সহকারী অধ্যপক আবু বক্কর সিদ্দিক, প্রভাষক রুহুল আমিন, রেজাউল করিম রেজা, অসীম রুমানা, সহাকারী অধ্যপক শফিকুল ইসলাম বাদশা, সালে আহম্মেদ সবুজ প্রমূখ।
পরে পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। সব শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্রসহ পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য কলেজ থেকে ২০৪ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করবে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com