আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় জমিজমা সংক্রান্ত মারপিটের ঘটনা মামলার ৪ আসামীসহ ওয়ারেন্ট ভুক্ত ১আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৪ জানুয়ারী শনিবার বগুড়া পুলিশ সুপারের নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল এর তত্বাবধানে সোনাতলা থানার, এসআই মোঃ আসাদুজ্জামান, এএসআই রমেন কুমার সাহা, সঙ্গীয় ফোর্স কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে সোনাতলা থানার ওয়ারেন্ট ভুক্ত আসামী পৌর এলাকার গড়ফতেপুর গ্রামের শ্রী বিনয় চন্দ্র মোহন্তের ছেলে শ্রী সবুজ চন্দ্র মোহন্ত কে গ্রেফতার করে। অপর দিকে মারপিট মামলার আসামী উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে মোঃ আবু বক্কার সিদ্দিক (৫৫), নওদাবগা গ্রামের মোঃ সুরুজ জামান প্রাং এর ছেলে মোঃ মনজুর রহমান (৩৫), একই গ্রামের মোঃ আফসার আলীর ছেলে মোঃ শাফিরুল ইসলাম (১৮) ও গাবতলী উপজেলার চকরাধিকা গ্রামের মোঃ নেটুশ মুন্সির ছেলে মোঃ বাবু মুন্সি (৪০)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদেকে ১৫ জানুয়ারী রবিবার সকালে পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
Leave a Reply