সোনাতলা সংবাদদাতা: বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা ২৬ এপ্রিল(বুধবার) সকাল ১০টায় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি এ্যাড. মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি কুরশিয়া আক্তার,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন জাকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসি রুম্পা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা.এহিয়া কামাল, কৃষি অফিসার সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী অফিসার মাহাবুবুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী, প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, মৎস্য অফিসার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্তকর্তা মঈনুল হক, পরিসংখ্যান অফিসার সাফিউল ইসলাম, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা অজয় কুমার, বালুয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল,পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, জোরগাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, তেকানী ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্ডল, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,পৌর প্যানেল মেয়র মশিউর রহমান রানা ও থানা এসআই নুর ইসলাম। এ সময় অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com