সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গতকাল রোববার সরকারী নাজির আখতার কলেজে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
সৈয়দ নাজমুল হুদা ও সৈয়দা আখতারুন্নেছা স্মৃতি ট্রাস্টের উদ্যোগে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অত্র কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ওবায়েদ ওয়ালীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালহা মোহাঃ মনিরুল ইসলাম। বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, অত্র ট্রাস্টের সমন্বয়কারী সৈয়দ আকতার কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাংবাদিক ইকবাল কবির লিমন, আলোর প্রদীপের চেয়ারম্যান এসএম মেহেরুল, এইচএম শহিদুল ইসলাম, নিলুফা ইয়াসমিন, মোজাফ্ফর হোসেন, জাকির হোসেন প্রমুখ।
এ সময় ১০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com