সোনাতলা বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় যুব দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী যুবমেলার দ্বিতীয় দিনে বুধবার বিকালে শ্রেষ্ঠ যুব সংগঠক মনোনিত হলেন আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল। প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা ক্রেস্ট তুলে দেন বগুড়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন।এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক বগুড়া'র ব্যবস্থাপক মোঃ আলাউদ্দীন, যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক সেলিম উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার সুবির কুমার পাল সহ আরো অনেকে। শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com