
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা চত্তর থেকে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়কও সরকারী নাজির আখতার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালহা মোহাম্মাদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ এ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন,
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা, বয়ড়া কারিগরি স্কুল ও কলেজের অধ্যক্ষ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওয়াহেদ, সৈয়দ আহম্মেদ মাদরাসার অধ্যক্ষ আব্দুল মোমিন, সরকারী সোনাতলা মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মতিয়ার রহমান, আগুনিয়াতাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব।
সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জল এর সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ সৈকত হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সেতারা জাহান, সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনোয়ারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু মিলেনিয়াম হলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বগুড়া- ১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান।
Related
Leave a Reply