
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় পৌর এলাকার শীর্ষক মাদক কারবারি ফারুককে গ্রেফতার করেছে সোনাতলা থানা পুলিশ। ১৩ নভেম্বর রবিবার জেলা পুলিশ সুপার এর নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল তত্বাবধানে সোনাতলা থানার, এএসআই রমেন কুমার সাহা, সঙ্গীয় ফোর্স কর্তৃক পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে পৌর এলাকার গড়ফতেপুর গ্রামে নিজ বাড়ি থেকে সোনাতলা থানার মাদক মামলার লিসট্রেট আসামী ফারুক শেখ গ্রেফতার করে। ফারুক গড়ফতেপুর গ্রামের মৃত মোজ্জাম্মেল এর ছেলে। আটককৃত মাদক কারবারি ফারুককে ১৪নভেম্ব সোমবার পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
Related
Leave a Reply