আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ মানসম্মত প্রাথমিক শিক্ষার বাংলাদেশ গড়ার দীক্ষা এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৪ মার্চ মঙ্গলবার সকালে স্কুল মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সবুজ সাথী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-১আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফজলে রাব্বীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সোনাতলা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারকী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জল, সাংবাদিক লেখক, প্রভাষক ইকবাল কবির লেমন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রেবেকা সুলতানা, শিক্ষার্থী অভিভাবক সুমাইয়া শারমিন, শিক্ষার্থী রনক, এসময় উপস্থিত ছিলেন সাবেক মধুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক অসীম কুমার জৈন নতুনসহ অভিভাবকবৃন্দ ও সুধিজন।
Leave a Reply