স্টাফ রিপোর্টারঃ বগুডার সোনাতলা উপজেলায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ এর সম্পাদক আল মামুনসহ ৯জন সাংবাদিককে সম্মাননা দিয়েছেন স্থানীয় সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘ।
প্রভাতের আলো তরুণ সংঘের আয়োজনে ও মানবতা জাগ্রত হোক সামাজিক সংগঠনের সহযোগিতায় আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টায় সোনাতলা উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিতে করেন প্রভাতের আলো তরুণ সংঘের সভাপতি জেমস খান অরনু। প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রভাতের আলো তরুণ সংঘের প্রধান পৃষ্ঠপোষক শাহিদুল বারী খান রব্বানী, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, থানা প্রতিনিধি এস আই নূর ইসলাম ও প্রভাতের আলো সামাজিক মানবতা জাগ্রত হোক সংগঠনের উপদেষ্টা আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত অতিথি, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখন, সাবেক আহ্বায়ক ইকবাল কবির লেমন, অনলাইন পত্রিকা সোনাতলা সংবাদ এর সম্পাদক আল মামুন ও মানবতা জাগ্রত হোক সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ্ আল নোমান।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com