সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ও জেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত। আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে সোনাতলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
তিনি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলে ভবিষ্যততে কি করবেন তা সাংবাদিকদের মাঝে তুলে ধরেন। এসময় তিনি বলেন, জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে এলাকায় কৃষি ভিত্তিক কাজসহ রাস্তা ঘাট উন্নয়ন এবং যুব প্রশিক্ষনের মাধ্যমে ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, মধুপুর ইউপি সদস্য নুরুল ইসলাম, পাকুল্লা ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ ও চালুয়াবাড়ি ইউপি সদস্য আব্দুল হাই। এ সময় নির্বাচনী এলাকার প্রায় অর্ধশতাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com