সোনাতলা (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক গ্রুপের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সিআইজি (কমন ইন্টারেস্ট গ্রুপ) কংগ্রেস । ৬ এপ্রিল (বৃহস্পতিবার ) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহরাব হোসেন। কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতলুবর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার আঃজাঃমুঃ আহসান শহীদ সরকার। আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান, পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার রওশন ইজদানী। এ ছাড়াও কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের মধ্যে ৫ জন কৃষকও বক্তব্য রাখেন।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনাতলার ৮০ টি সিআইজি'র (কমন ইন্টারেস্ট গ্রুপের) প্রতিনিধিরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোনাতলা সংবাদে লিখতে পারেন আপনিও। যে কোনও তথ্য ও ভিডিও দিন নিচের WhatsApp নাম্বারে। প্রয়োজনে আপনার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
মোবাইল: ০১৭৭৪৬৫০৬৭১
E-mail: sonatalasangbad@gmail.com