
আব্দুর রাজ্জক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় মুদি দোকান থেকে সিগারেট বাকী না দেওয়ায় দোকানীকে মারপিট করেছে নেশাখোর। ঘটনাটি ঘটেছে ৩ ফ্রেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা উপজেলার তেকানী চুকাইনগর বালিয়াডাঙ্গা গ্রামে। এঘটনায় দোকানী আবু বক্কর সিদ্দিক জানায়, জুম্মা নামাজ শেষ করে দোকানে বসি। সে সময় আব্দুল মালেক আমার কাছ থেকে সিগারেট বাকীতে চায়। কেবল দোকান খুলছি বাকী দিতে পারবো না। ওই যুবক চড়াই হয়ে আমাকে গালমন্দ করে। আমার পাশে থাকা স্ত্রী তাকে সিগারেট বের করে দেয়। তখন ক্ষিপ্ত হয়ে দোকানে লাফিয়ে উঠে গলা চিবিয়ে ধরে এলোপাতারি ভাবে কিল ঘুশি মারতে থাকে। আমি আহত হয়ে পরলে আমার স্ত্রীর তার কাছ থেকে অনেক কষ্টে ছুটে নেয়। পরে আমাকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। দীর্ঘদিন চিকিৎসার পর আমি মোটা মুটি সুস্থ হই। এঘটনায় আমার স্ত্রী কুলসুম বেপারী বাদী হয়ে আব্দুল মালেককে অভিযুক্ত করে সোনাতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ আজও কোন পদক্ষেপ গ্রহন করেন নাই। এবিষয়ে থানার এসআই নাজিমুল জানায়, অভিযোগের মূলে প্রতিপক্ষকে থানায় ডাকা হয়েছিল তারা থানায় উপস্থিত হয়নি। পরবর্তীতে আইন অনুযায়ী আদালতে প্রশিকিউশন দাখিল করি।
Related
Leave a Reply