
আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় সিঙ্গার শো-রুমের উদ্যোগে রান্না, শেলাই ও কাপড় ধোয়া বিষয়ক প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ সোমবার বিকালে শো-রুমের ভিতর অনুষ্টান অনুষ্ঠিত হয়। সোনাতলা সিঙ্গার শো-রুম ম্যানেজার শহিদুল ইসলাম শাহিনের তত্ত্বাবধানে সিঙ্গার ডিট্রিক ম্যানেজার মিজানুর রহমান মিজান, বাংলাদেশ সিঙ্গার পন্য সম্পর্কে আলোচনা করেন।
সিঙ্গার ডেপুটি ম্যানেজার (এডুকেশন) নাজমুনাহার প্রশিক্ষক এর পরিচালনায় রান্না ও সেলাই কর্মশালায় সিঙ্গার বাংলাদেশ লিঃ গ্রাহক ও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। শেষে মাইক্রো ওভেনে, কেক, ভূট্রার পপকর্ণ ও বিরায়ানি রান্না করে উপস্থিত সকলকে খাওয়ান এবং লটারীর মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Related
Leave a Reply