প্রেস রিলিজঃ বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া পূর্বপাড়া ❝সূর্যোদয় ফাউন্ডেশন❞ এর উদ্যোগে টানা ষষ্ঠ বারের মতো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ বারে সর্বোমোট ৯৫ জন বিধবা,অনাথ ও দুস্থ পরিবারকে ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে উপহার হিসাবে ছিল ছোলা, ডাল,সয়াবিন তেল,খেজুর, চিনি, সেমাই ও বুন্দিয়া। এছাড়াও দুই জন অসহায় ব্যাক্তিকে তাদের চিকিৎসা বাবদ কিছু অর্থ প্রদান করা হয়।
Leave a Reply