সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় স্কুলের জায়গায় ঘর নির্মাণে বাধা দেওয়ায় স্কুলের দপ্তরী কাম নৈশ্য প্রহরীকে মারপিটের ঘটনা ঘটেছে। এ সময় ওই নৈশ্যপ্রহরীর পিতা এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। এ বিষয়ে সোনাতলা থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার ২৫ নং করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্য প্রহরী মোঃ আমিরুল ইসলাম গতকাল শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১২টার সময় উক্ত বিদ্যালয়ের সীমানা সংলগ্ন স্থানে একই এলাকার সুরেশ চন্দ্র নামের এক ব্যাক্তি ঘর নির্মাণ করে। এসময় তাদের ঘরের একাংশ স্কুলের জায়গার মধ্যে ঢুকে গেলে দপ্তরী আমিরুল ইসলাম তাতে বাঁধা দেয়। এসময় একই গ্রামের মৃত মোখলেছার রহমানের ছেলে শহিদুল ইসলাম (২১), গোলজার আকন্দ (২৫), শহিদুল আকন্দ (৩৪) ও রশিদুল ইসলাম রাজু (৩৮) উক্ত সুরেশ চন্দ্রের পক্ষ নিয়ে আমিরুলকে মারপিট করে। এছাড়াও তাকে প্রাণনাশের হুমকী দেয়। এ বিষয়ে গতকাল রাত সাড়ে ৭ টায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার ওসি সৈকত হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply