সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামের স্বামী হবিবুর মন্ডলের আত্মহত্যার ৪মাস পর স্ত্রী কহিনুর বেগম আন্তহত্যা করেলো। ৬জুলাই বুধবার দুপুরে এঘটনা ঘটে। সবার অজান্তে কহিনুর বেগম গ্যাসট্যাবলেট সেবন করলে অসুস্থ হয়ে পরে। স্থানীয়রা প্রথমে সোনাতলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎস্যক তাকে বগুড়া মেডিকেলে প্রেরন করে। মেডিকেলে পৌছার আগেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে লাশটি থানা হেফাজতে রাখে। এবিষয়ে স্থানীয় লোকজন জানায়, দীর্ঘদিন ধরে ওই গৃহবধু ও তার মেয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ৬ জুলাই বুধবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়াসহ হাতা হাতির ঘটনাও ঘটে। একপর্যায়ে দুপুরে ওই গৃহবধু মনের রাগে সকলের চোখ ফাঁকি দিয়ে গ্যাস ট্যালেট সেবন করে আন্তহত্যা করে। প্রতিবেশীরা আরও জানায় ওই গৃহবধুর স্বামি হবিবর পারিবারিক কলহের কারনেই প্রায় ৪ মাস আগে একইভাবে আন্তহত্যা করেছে।
এবিষয়ে থানার সাব ইন্সেপেক্টর নুর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই জানতে পারি পারিবারিক কলহের জেরেই সে আত্মহত্যা করেছে। সুরতহাল শেষে লাশটি থানায় রয়েছে আগামীকাল লাশটি মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, থানায় ইউডি মামলা হয়েছে মরদেহ থানা হেফাজতে রয়েছে বৃহস্পতিবার লাশটি মর্গে প্রেরণ করা হবে।
Leave a Reply